স্বাস্থ্যকর্মীদের জন্য পাঁচ থেকে দশ লক্ষ টাকার জীবন বীমা সুবিধা দেয়া হবে: প্রধানমন্ত্রী

|

করোনা মোকাবেলায় চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক-নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের জন্য পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা করার সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে গণভবনে করোনা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সাথে ভিডিও কনফারেন্স-এ তিনি একথা জানান।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের জীবন বীমার ব্যপারে অর্থ সচিবের সাথে কথা হয়েছে। দ্রুতই এর কার্যক্রম শুরু হবে। পদমর্যাদা অনুযায়ী পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এ বীমার সুযোগ দেয়া হবে।

এসময় কোন স্বাস্থ্যকর্মী সেবা দিতে যেয়ে দুর্ভাগ্যবশত করোনা আক্রান্ত হয়ে মৃত্যবরণ করলে তার বীমা পাঁচগুণ বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

তবে এসময় যেসকল ডাক্তার বীমা সুবিধা দেয়া হলে চিকিৎসা দিবেন অন্যথায় দিবেন না বলে ঘোষণা দিবেন তাদের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই সময়ে যিনি প্রণোদনা দিলে চিকিৎসা দিবেন তাকে প্রণোদনা দেবার কোন দরকার নেই। যার মাঝে এতটুকু মানবতাবোধ নেই এমন ডাক্তারের কোন প্রয়োজন নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply