করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

|

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার শরীরে করোনার লক্ষণ প্রকট আকার ধারণ করায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জনায় ব্রিটিশ কর্তৃপক্ষ। খবর বিবিসির।

প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকারের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

রোববার লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি হবার পর সোমবার স্থানীয় সময় বিকেলে তাকে আইসিইউতে স্থানাস্তর করে চিকিৎসকরা।

গত ২৭ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বরিস জনসন বাসায় থেকে কাজ করছিলেন।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৭৩ জন। শনাক্ত হয়েছে ৫২ হাজার ২৭৪ জনের শরীরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply