ঘরবন্দি মানুষের জন্য বিটিভিতে প্রচার হবে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’

|

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। এছাড়া নতুন নাটক তৈরি করাও অসম্ভব এখন। তাই মানুষকে ঘরে থাকার বিষয়ে উৎসাহ জোগাতে পুরনো জনপ্রিয় দুটি ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিটিভি কর্তৃপক্ষ। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন চ্যানেলটির মহাপরিচালক হারুন-অর-রশীদ।

তিনি বলেন, ‘করোনার এ সময় মানুষ যেন বাড়িতে ভালোভাবে সময় কাটাতে পারেন, এজন্য পুরনো দুটি নাটক প্রচারের পরিকল্পনা করেছি আমরা। এছাড়া এখন চাইলেও শুটিং করতে পারছি না। শিল্পীরাও আসবেন না। আর আসার মতো সময়ও নয় এখন। সব মিলিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাটক দুটি দর্শকের কাছে দারুণ সাড়া জাগিয়েছিল। সেই চিন্তা মাথায় রেখেই এগুলো প্রচারের উদ্যোগ নিয়েছি আমরা।’

হুমায়ূন আহমেদের রচনায় নাটক দুটি প্রযোজনা করেছিলেন বরকতউল্লাহ ও নওয়াজিশ আলী খান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply