বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়ালো, আক্রান্ত প্রায় ১৩ লাখ

|

বিশ্বে একদিনের ব্যবধানে করোনাভাইরাসে প্রাণ হারালেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৭১ হাজারের বেশি। এখন পর্যন্ত বিশ্বের ২০৮টি দেশ-অঞ্চল ও প্রমোদতরীতে ছড়িয়েছে করোনাভাইরাস। যাতে, ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন; আক্রান্ত ১৩ লাখ ছুঁইছুঁই।

এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই গেলো ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১শ’র বেশি মানুষ; নতুনভাবে ২৫ হাজারের অধিক মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। ইউরোপের দেশগুলোয় ধীরে হলেও, কমে আসছে প্রাণহানি। একদিনের ব্যবধানে স্পেনে ৭শ’র মতো মানুষ মারা গেছেন, আক্রান্ত সাড়ে ৫ হাজার।

এদিকে, করোনায় ব্রিটেনে ৬২১, ইতালিতে ৫২৫ এবং ফ্রান্সে ৫১৮ জন মারা গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply