নৌবাহিনীর জন্য পরমাণু সাবমেরিন ও শক্তিশালী ডেসট্রয়ার তৈরি করবে ইরান

|

নিজেদের সামরিক সক্ষমতার বাড়াতে এবার সাবমেরিন ও ডেসট্রয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে ইরানের নৌবাহিনী।

শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্য দেয়া হয়। খবর ফোবর্স এর।

ইরানের মেরিন ইন্ড্রাস্টির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, চলতি বছরেই এই ডেস্ট্রয়ার নির্মাণের কাজ শুরু হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এ কর্মকর্তা বলেন, নৌ যুদ্ধে সাবমেরিন একটি গুরুত্বপূর্ণ সম্পদ।

তিনি বলেন, এই জাহাজ নির্মাণের ফলে ইরানের নৌবাহিনীর সমুদ্রসীমায় দীর্ঘ অভিযানের ক্ষমতা বাড়বে। জাহাজটি কোনো বন্দরে না ভিড়েই একটানা দুই মাস অভিযান চালাতে পারবে।

আমাদের তৈরি সাববেরিনগুলো বিশ্বের অন্যান্য নৌবাহিনীর রণতরীর সমান হবে। যা সাধারণত ২ থেকে ৩ হাজার টন ওজনের। আমরা ইতিমধ্যেই ৫২৭ টন ওজরেন সাবমেরিন তৈরির সক্ষমতা অর্জন করেছি।

চলতি বছরেই সাবমেরিন তৈরির কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন এডমিরাল আমির রাস্তেগারি।

সেইসাথে ইরানের মেরিন ইন্ড্রাস্ট্রি ৬ হাজার টনের ডেসট্রয়ার তৈরি করতে যাচ্ছে বলেও জানান রাস্তেগারি। তিনি বলেন হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরোপে এগুলো নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে। বিষয়টি মাথায় রেখে ইরান পরমাণু শক্তিচালিত সাবমেরিনে বানানোর সক্ষমতাও অর্জন করেছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply