১৪ এপ্রিল পর্যন্ত বাড়লো সরকারি-বেসরকারি ছুটি

|

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারি-বেসরকারি ছুটি। এনিয়ে তৃতীয় দফায় বাড়লো সাধারণ ছুটি। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগ মোকাবেলায় এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্ত্রণালয়ের আগের ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের নির্বাহী আদেশে সরকারি ছুটি এর সাথে যুক্ত থাকবে।

আরো বলা হয়, জরুরি পরিসেবার ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষি পণ্য, সার কীটনাশক, জ্বালানী, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি প্রয়োজনে অফিসসমূহ খোলা রাখা যাবে। বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply