খুলনায় করোনা পরীক্ষার কিটসহ অন্যান্য উপকরণ পৌঁছেছে

|

খুলনা প্রতিনিধি:

খুলনায় ২৪০ জনের করোনা পরীক্ষা জন্য কিট খুলনা মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। এর আগে গত ৩০ মার্চ পিসিআর মেশিন খুলনায় এসে পৌঁছায়।

খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলোজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম তুষার আলম জানান, এখন তাদের অপেক্ষা পিসিআর মেশিন কিভাবে পরিচালনা করতে হয় তার প্রশিক্ষণ নেয়া। আগামীকাল ঢাকা থেকে প্রশিক্ষক আসার পর প্রশিক্ষকের কাছ থেকে কিভাবে রোগীর নমুনা সংগ্রহ, কোন পদ্ধতিতে পরীক্ষাসহ অন্যান্য কাজ সম্পন্ন করতে হয় সে ব্যাপারে প্রশিক্ষিত হবেন তারা।

তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে আগামী মঙ্গলবার থেকে খুলনায় করোনা রোগী শনাক্তকরণের কাজ শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply