সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই

|

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-১ (জুড়ি-বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭৮) বার্ধক্যজনিত কারণে আমেরিকায় একটি হাসপাতালে মারা গেছেন। সত্তরের দশকে তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত দু’বারের জনপ্রতিনিধি ছিলেন।

সিরাজুল ইসলামের ছেলে আনিসুল ইসলাম তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে এগারোটায় তার সাথে ফোনে কথা হয়। এরপর হঠাৎ অসুস্থবোধ করে মাটিতে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে ন্যাপের প্রার্থী বিদ্যুৎ রঞ্জন দে কে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পুনরায় নির্বাচিত হন।

তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। স্ত্রীকে নিয়ে মেয়েদের সাথে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন তিনি। একমাত্র ছেলে আনিসুল ইসলাম ঢাকায় বসবাস করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply