কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছেন সাকিব

|

করোনাভাইরাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে গিয়ে নিজেকে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রাখেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে অবশেষে পরিবারের কাছে ফিরে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

গত ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মেয়ে আলাইনা হাসান অব্রি ও স্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে উইসকনসিনের একটি হোটেলে সেচ্ছায় নিজেকে বন্দি করে রাখেন সাকিব। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব।

আগামী কিছুদিন যুক্তরাষ্ট্রেই থাকবেন সাকিব। সেখানে থেকেই নিজের গড়া ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’র মাধ্যমে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করবেন তিনি।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ লাখ মানুষ। মৃত্যুর খবর পাওয়া গেছে ৬০ হাজার মানুষের। বিশ্বের ১৮১টি দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দেশে করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের আর মৃত্যুর খবর পাওয়া গেছে ৮ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply