দক্ষিণ-মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

|

দেশে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও অবনতির দিকেই আছে দক্ষিণ-মধ্যাঞ্চলে।

ব্রহ্মপুত্র-যমুনা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে দক্ষিণে পদ্মার পানি বেড়ে শরীয়তপুর, মাদারীপুরসহ দক্ষিণ-মধ্যাঞ্চলের নিম্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক এলাকার মানুষ।

এদিকে উত্তরের বন্যাদুর্গত এলাকার সব ধরণের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বানভাসীদের দুর্ভোগ এখনও কমেনি। পণ্য পরিবহন স্বাভাবিক না হওয়ায় খাদ্যপণ্যের সঙ্কট তৈরি হয়েছে। ত্রাণের জন্য পথ চেয়ে থাকছেন বহু মানুষ।

দিনাজপুরের শত শত শিক্ষা প্রতিষ্ঠান এখনও খুলেনি। অন্যান্য জেলায় কিছু প্রতিষ্ঠান খুললেও ভালভাবে পাঠদান শুরু হতে সময় লাগছে।

কয়েক জেলায় বন্যার পর দেখা দিয়েছে নদী ভাঙন। এতে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভালভাবে পাঠদান শুরু হয়নি।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply