করোনার মধ্যে প্রার্থনা, পুলিশ বাধা দেয়ায় মারধর, পাথর নিক্ষেপ!

|

করোনা মোকাবেলায় ভারতে লকডাউনের বিধিনিষেধ ভেঙে ধর্মীয় স্থানে জমায়েত ও প্রার্থনা হয়েছে। আর তাতে বাধা দিতে গিয়ে দেশটির চার পুলিশ আহত হয়েছেন। শুক্রবার কর্নাটকের হুবলির মন্তুরে এ ঘটনা ঘটে।

লকডাউন ভেঙে প্রার্থনায় অংশ নেয় জনতা এতে স্থানীয় প্রশাসন জমায়েতে বাধা দিতেই অগ্নিগর্ভ হয়ে উঠে ওই এলাকা।

এসময় পুলিশ সদস্যদের ঘিরে ধরে স্থানীয় কিছু মানুষ। তারপর তাদের মারধর ও পাথর নিক্ষেপ করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।

হুবলি-ধরবাদের পুলিশ কমিশনার আর দিলীপ জানান, শুক্রবারের প্রার্থনায় বাধা দিতে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ আহত হয়েছেন। যারা এমন করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: জি-নিউজ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply