আগাম কবর খুঁড়ছে আয়ারল্যান্ড!

|

গ্রামের প্রান্তে উন্মুক্ত ময়দানে খোঁড়া হচ্ছে সারি সারি কবর। একটা দুইটা নয়, অসংখ্য গোর খুঁড়তে ব্যবহার হচ্ছে এক্সকেভেটর মেশিন।

রোনা মহামারীতে সংক্রমণ ও মৃত্যুর বাড়বাড়ন্তের মধ্যে বৃহস্পতিবার বেলফাস্ট সীমান্তের কাছেই উত্তর আয়ারল্যান্ডের আনত্রিম এলাকার সিক্সমাইল গোরস্থানে দেখা যায় এ দৃশ্য।

কর্তৃপক্ষ বলছে, করোনায় আক্রান্ত হয়ে গোরস্থানের কর্মী সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। পরে গোর খোঁড়ার লোক পাওয়া যাবে না। তাই আগেভাগেই বেশি করে খুঁড়ে রাখা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply