রাখাইনে আবারও সন্ত্রাসী হামলার অভিযোগ মিয়ানমারের

|

রোহিঙ্গা প্রত্যাবাসন ঘিরে যখন তোড়জোড় চলছে, ঠিক তখনই রাখাইনে আবারও সন্ত্রাসী হামলার অভিযোগ তুললো মিয়ানমার সেনাবাহিনী।

দেশটির সেনাপ্রধানের ফেসবুকে দেয়া বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সামরিক বাহিনীর এক ট্রাক লক্ষ্য করে হামলা চালিয়েছে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’। এতে অন্তত ৬ সেনা সদস্য আহত হন, বর্তমানে তারা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। বলা হয়, হাতে তৈরী বোমার বিস্ফোরণ ঘটায় অন্তত ২০ বিদ্রোহীদের একটি দল। গেলো বছর আগস্টে রাখাইনের নিরাপত্তা চৌকিতে এধরণের হামলার পরই শুরু হয় সহিংসতা। সেনা দমন-পীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা। একে পূর্ব-পরিকল্পিত জাতিগত নিধন হিসেবে আখ্যা দেয় জাতিসংঘ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply