প্রতি মিনিটে ৪টির বেশি প্রাণ কেড়ে নিচ্ছে করোনা

|

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতি মিনিটে কেড়ে নিচ্ছে ৪টির বেশি প্রাণ। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে রেকর্ড ছয় হাজার মানুষের। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৫৩ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ।

করোনায় বিশ্বজুড়ে নতুন করে সংক্রমিত হয়েছে ৭৯ হাজারের বেশি মানুষ; মহামারি শুরুর তিন মাসে যা দিনের হিসেবে সর্বোচ্চ।

বৃহস্পতিবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ফ্রান্স। একদিনে দেশটিতে মারা গেছেন এক হাজার ৩৫৫ জন। ইতালির পর স্পেনেও মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়ামে। সবমিলিয়ে শুধু ইউরোপেই এ পর্যন্ত মারা গেছেন, প্রায় ৪০ হাজার মানুষ।

মহামারির আরেক কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রে নতুন করে ৯৬১ জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ছয় হাজার। বিশ্বের মোট আক্রান্ত রোগীর চার ভাগের এক ভাগই দেশটিতে।

দেশজুড়ে লকডাউন চলায়, নতুন করে বেকারের তালিকায় নাম উঠেছে প্রায় ৬৭ লাখ মার্কিনির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply