দক্ষিণ এশিয়ায় বেড়েছে করোনা রোগীর সংখ্যা

|

দক্ষিণ এশিয়ায় হঠাৎ করেই বেড়েছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। ভারতে গেলো ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে পাঁচ শতাধিক মানুষের। নতুন করে প্রাণ গেছে ১৪ জনের।

ভারতে করোনাভাইরাসে মোট আক্রান্ত দুই হাজার ৫৪৩ জন। এর মধ্যে গেলো ৪৮ ঘণ্টায় সংক্রমিত এক হাজারের বেশি। যার বেশিরভাগই দিল্লির নিজামুদ্দিনে অংশ নেয়া মুসল্লি।

ভারতে প্রথম করোনা ধরা পড়ে ১৫ ফেব্রুয়ারি। এ ভাইরাসে দেশটিতে মারা গেছে ৭২ জন। প্রতিবেশী পাকিস্তানে এক দিনের ব্যবধানে আক্রান্ত হয়েছে ৩০৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ২ হাজার ৪১৯ জন। এর মধ্যে পাঞ্জাবেই আক্রান্ত প্রায় এক হাজার। কোভিড নাইনটিনের প্রকোপে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা ৩৪।

ইউরোপ আমেরিকার পর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া করোনার কেন্দ্রস্থল হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply