ভারতে সাড়ে ৮ হাজার রেলস্টেশনে বিনামূল্যে ওয়াইফাই

|

সাড়ে ৮ হাজার রেলস্টেশনকে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সুবিধার আওতায় আনছে ভারত। ইতিমধ্যেই ১২০০টি স্টেশন সংযোগ দেয়ার কাজ শুরু হয়েছে। ডিজিটাল ভারত গড়ার অংশ হিসেবে এই প্রকল্প নেয়া হয়েছে।  এতোগুলো স্টেশনে ওয়াইফাই দিতে ব্যায় হবে প্রায় ৭শ’ কোটি ভারতীয় রুপী।

বর্তমান পৃথিবীতে ইন্টারনেট দৈনিক কাজের জন্য অপরিহার্য একটা অংশ। তাই এই সেবাটা বিনামূল্যে দিচ্ছে ভারতীয় রেল। স্টেশনগুলোর মধ্যে সাত হাজার তিনশটি স্টেশন এমন যেখানে আগে কখনও ইন্টারনেট পৌছায়নি। শুধু রেল স্টশনের যাত্রী নয়, স্থানীয় জনগন এসব জায়গা থেকে ইন্টারনেট সেবা পাবে। এভাবে রেল কতৃপক্ষ ইন্টারনেট পৌছে দেবে প্রান্তিক মানুষের কাছে।
ভারত সরকারের উদ্দেশ্য দেশের সর্বত্র ই-গভর্নেন্স ছড়িয়ে দেয়া। ডিজিটাল ব্যাংকিং, সরকারী ও নাগরিক সকল সুবিধা দেয়া হবে অন-লাইনে। এজন্য, গ্রামে গঞ্জে ইন্টারনেট পৌছে দিতে হবে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবেই রেল কতৃপক্ষ ওয়াইফাই সুবিধা দিতে যাচ্ছে।
এ বছরের মার্চ মাসের মধ্যে ৬শ স্টেশনে ওয়াইফাই সেবা চালু হবে। আর সাড়ে আট হাজার স্টেশনে বিনামূল্যের ইন্টারনেট পাওয়া যাবে আগামী বছরের মার্চ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply