সরকারি ছুটির মেয়াদ বাড়লো ১১ এপ্রিল পর্যন্ত

|

করোনার কারণে সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। সেইসাথে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি সংযুক্ত করে তা ১১ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

আজ বুধবার উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, করোনার ব্যাপক বিস্তার রোধকল্পে গত ২৪ মার্চ প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ০৫ এপ্রিল হতে ০৯ এপ্রিল তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১০ ও ১১ এপ্রিল তারিখের সাপ্তাহিক ছুটিও এতে সংযুক্ত হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, হাসপাতাল, ফায়ারসার্ভিস, ফার্মেসি,বিদ্যুৎ,পানি, ইন্টারনেট, পরিচ্ছন্নতা কার্যক্রম এই সাধারণ ছুটির আওতার বাহিরে থাকবে। সেইসাথে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন, কাঁচা বাজার,খাবারে দোকানও এর আওতামুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার কথাও বলা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply