রাতে মাঠে নামছে রিয়াল-বার্সা

|

আলাদা ম্যাচে মাঠে নামছে ফেভারিট বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। সন্ধ্যা সোয়া ৯টায় বার্সার প্রতিপক্ষ লেভান্তে। আর রাত পৌনে ২টায় সেল্টাভিগো আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে।

এখন পর্যন্ত লা লিগায় অপরাজিত বার্সেলানা। লেভান্তের বিপক্ষে কখনও হারেনি এই স্প্যানিশ জায়ান্টরা। ২০ ম্যাচের ৪টি হয়েছে ড্র। কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচে আর্নেস্তো ভালভার্দে সাভিস পাবেন না সার্জিও বসকুয়েটসের। ইনজুরিতে রয়েছেন প্যাকো আলকাসার ও স্যামুয়েল উমতিতি। এদিন শুরুর একাদশেই দেখা যেতে পারে ওসমানে ডেম্বেলেকে।

লা লিগায় বার্সার কাছে শেষ ম্যাচে ৩ গোলে হারের স্মৃতি ভুলে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে সার্জিও রামোসকে এ ম্যাচে পাবে না জিনেদিন জিদান। শঙ্কা রয়েছে করিম বেনজেমার মাঠে নামা নিয়েও। এর আগে দু’দলের ৪০ দেখায় গ্যালাকটিকোর ২৪ জয়ের বিপরীতে, সেল্টাভিগো জিতেছে ১২ ম্যাচে। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে রিয়াল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply