ব্রাজিলের সাও পাওলো ও মারাকানা স্টেডিয়াম পরিণত হচ্ছে হাসপাতালে

|

ব্রাজিলের সাও পাওলো ও মারাকানা স্টেডিয়াম এবার প্রস্তুত হচ্ছে অস্থায়ী হাসপাতালে। দক্ষিণ আমেরিকায় করোনার প্রাদূর্ভাব বেড়ে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ব্রাজিলের দুই বিখ্যাত স্টেডিয়ামে ২০০ করে বেড বসানোর পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। সাওপাওলোর অনুশীলনের যায়গায় এর মধ্য ২০০ বেডের অস্থায়ী হাসপাতার তৈরি করা হয়েছে। কাজ চলছে মারাকানা স্টেডিয়ামের কার পার্কিংয়ের যায়গা আরো ৪০০ বেডের অস্থায়ী হাসপাতালের। যা রিওডি জেনিরিওর ৮ টি অস্থায়ী হাসপাতালের মধ্য একটি।

২০১৪ সালে এই মারাকায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়। একই সাথে মারাকানায় আয়োজন করা হয় ২০১৬ ব্রাজিল অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানও। এই দুই স্টেডিয়াম নিয়মিত ব্যবহার করতে ঐতিহ্যবাহী ক্লাব করেন্থিয়ান্স ও সান্তোস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply