করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে

|

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ১৯৪। এ তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণঘাতী মহামারিতে আক্রান্ত ১ লাখ ৭৫ হাজার ছুঁইছুঁই; মৃতের সংখ্যা ৩ হাজার ৪শ’য়ের বেশি। অন্যদিকে, ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৮৩৭ জনের। মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৪২৮। স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৩ জন। মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৬৯।

মঙ্গলবার রাত ১০টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস দেখা দেয়। পরবর্তীতে দেশটির বিভিন্ন রাজ্যে এ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পরে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের ১৯৯টি দেশে এ প্রাণঘাতী ভাইরাস আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শিগগিরই কমছে না করোনার প্রকোপ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply