ভুল ট্রেনে উঠে সাতদিন ধরে রেল স্টেশনে আটকা এক বৃদ্ধা

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

ভুল ট্রেনের যাত্রী হয়ে সাতদিন ধরে সান্তাহার রেল স্টেশনে আটকা পড়ে আছে ফাতেমা নামে এক বৃদ্ধ নারী।

৭০ বছর বয়সের এই নারীর আশ্রয় মিলেছে সান্তাহার রেল স্টেশনের টিকিট কাউন্টারে। সাত দিন ধরে তার খাবার দিচ্ছেন সান্তাহার পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন।

ফাতেমার বাড়ি যশোর জেলা শহরের শংগরপুর গোলপাতার মসজিদের পাশে। স্বামীর নাম মৃত শেখ খলিল মিয়া। তাঁর তিন মেয়ে এক ছেলে। ছেলের নাম দেলোয়ার হোসেন। ফেরিওয়ালা। ভাঙ্গারী ব্যবসায়ী।

ফাতেমা তার ঠিকানা ছাড়া স্বজনদের কারও ফোন নাম্বার বলতে পারছেন না।

তিনি জানিয়েছেন, সপ্তাহ খানেক আগে তিনি ঢাকায় চিকিৎসা করতে গিয়ে ছিলেন। উঠেছিলেন এক আত্মীয়র বাড়িতে। ২৫ তারিখ ঢাকা থেকে বাড়ি ফেরার সময় যশোরের ট্রেন মনে করে ভুলক্রমে উত্তরাঞ্চলের একটি ট্রেনে উঠে পড়েন। পরে সান্তাহার স্টেশনে নেমে যান।

কিন্তু ২৬ তারিখ থেকে গণপরিবহন বন্ধ থাকায় তিনি আর কোথাও যেতে পারছেন না। মাঝেমধ্যেই বাড়িতে ফেরার জন্য ফাতেমা কান্নাকাটি করছেন।

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন জানান, ফাতেমাকে পরিবারে ফিরিয়ে দিতে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। বৃদ্ধার স্বজনদেরকে (০১৭২৪ ৮৬১৪৩২ তুহিন) এই ফোন নাম্বারে যোগাযোগ এর জন্য অনুরোধ করেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply