করোনার তথ্য সংগ্রহের জন্য পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে গণধর্ষণ, আটক ১

|

স্টাফ করেসপনডেন্ট, জামালপুর:

জামালপুরে পুলিশ পরিচয়ে করোনা ভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে ঘরে ঢুকে এক গার্মেন্টস কর্মীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর জালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

ধর্ষণের শিকার ওই কিশোরীর পিতা জানান, পুলিশ পরিচয়ে ৫ যুবক করোনা ভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে বাড়িতে ঢুকে সবাইকে মারধর করে তুলে নিয়ে যায়। একই গ্রামের মিজান, পুষনসহ পাঁচ বন্ধু ঝিনাই নদীর পাড়ে এক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরদিন রোববার সকালে সেখান থেকে আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। ওইদিন দুপুরে কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, কিশোরীর বাবা বাদী হয়ে পুষন ও মিজানসহ অজ্ঞাতনামা অপর ৩ জনকে আসামি জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মিজান (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply