করোনা পরীক্ষার অনুমতি পেল আইসিডিডিআরবি

|

এখন থেকে করোনাভাইরাস আক্রান্ত কিনা তা পরীক্ষা করার অনুমতি পেল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, করোনা শনাক্তের পরীক্ষা করার জন্য আইসিডিডিআরবিকে ১০০ কিট দেওয়া হচ্ছে।

তবে আইসিডিডিআরবি জানায়, তাদের হাতে এখনো কোন কিট এসে পৌছায়নি। তবে আইসিডিডিআরবিকে করোনা পরীক্ষায় সম্পৃক্ত করার জন্য সরকারের প্রতি তারা কৃতজ্ঞ। এখন কিভাবে কি করা হবে তা নিয়ে আলোচনা করা হচ্ছে।

সাধারণত, নিশ্ছিদ্র জৈব নিরাপত্তা আছে এমন ল্যাবরেটরিতেই করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করতে হয়। সেই নিরাপত্তা আইসিডিডিআরবির ল্যাবরেটরিতে আছে।

উল্লেখ্য, পাকিস্তান আমলে কলেরা রোগ নিয়ে গবেষণার জন্য আইসিডিডিআরবি এবং ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য আইইডিসিআর প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন আইসিডিডিআরবি’র নাম ছিল কলেরা রিসার্চ ল্যাবরেটরি ও আইইডিসিআর এর নাম ছিল ম্যালেরিয়া ইনিস্টিটিউট অব ইস্ট পাকিস্তান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply