টেলিমেডিসিন সেবা শুরু করেছে রামেক হাসপাতাল

|

রাজশাহী প্রতিনিধি:

টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাসেবা শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার থেকে শুরু হওয়া চিকিৎসাসেবায় ২৪ ঘণ্টা এই সেবা নিতে পারবেন যেকোনো মানুষ।

কর্তৃপক্ষ জানান, ১৫ জন চিকিৎসককে এই সেবা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। তারা মনোযোগসহ রোগীর সব কথা শুনবেন এবং চিকিৎসাসেবা দিবেন।

টেলিমেডিসিনের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ব্যক্তিরা বহির্বিভাগেও চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালটির সামনে প্যান্ডেল বানানো হয়েছে। সেখানে রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের ফোন নম্বর: ০১৭১৫৩৬৭৮৪৪, ০১৭১২০০০৯১৮, ০১৭১১০৭৪২৬৬, ০১৭১১৯০৪৭৭৮, ০১৭৬৩২৪৮৪৪৮।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply