‘বম্ব সাইক্লোনে’ বিপর্যস্ত উত্তর আমেরিকা

|

বম্ব সাইক্লোনে বিপর্যস্ত উত্তর আমেরিকা। ইতিহাসের ভয়াবহতম শৈত্যপ্রবাহের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র আর কানাডা।

দেশ দু’টির কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা মাইনাস ৬৭ ডিগ্রির মতো। পুরু তুষারে ঢাকা পড়েছে ম্যাসাচুসেটস, বোস্টন, টেক্সাস, ভার্জিনিয়া, নিউইয়র্ক, নিউ জার্সি, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, এমনকি ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিভিন্ন বিমানবন্দরে বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট; দুর্ভোগে লাখো যাত্রী। শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত কানাডাও। গেল ক’দিনে দু’দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা; বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাড়িঘর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply