করোনায় নতুন শনাক্ত ১, সুস্থ হয়েছেন ৪ জন

|

দেশে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে ৪৯ জন আক্রান্ত হলো ভাইরাসটিতে। এ তথ্য জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অনলাইনে ভিডিও করফারেন্সে তিনি জানান, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। নতুন সুস্থ হওয়া ৪ জনের মধ্যে একজন চিকিৎসক এবং একজন নার্স আছেন।

ডা. সেব্রিনা জানান, এখন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩২ জন, আর আইসোলেশনে আছেন ৬২ জন। গত ২৪ ঘণ্টায় ১৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, গত দুই দিনে কারো শরীরে করোনা শনাক্ত না হওয়ার মানে এই নয় যে, বাংলাদেশ ঝুঁকিমুক্ত। সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান, ডা. সেব্রিনা।

এদিকে অনলাইন ব্রিফিং’য়ে বাসা থেকে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আগাম প্রস্তুতি থাকায় বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৫০টি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে বলে জানান মন্ত্রী। পিপিই নিয়ে শঙ্কার কিছু নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply