সৌদিতে ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বেড়েছে

|

করোনা পরিস্থিতিতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার সময় বাড়িয়েছে সৌদি আরব। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ ঘোষণা দেয়। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। একই নির্দেশনা দেয়া হয়েছে সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে।

নোটিশে বলা হয়েছে, জেদ্দা শহরে প্রবেশ ও শহর থেকে বের হওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্থানীয় সময় বিকাল ৩টা থেকে দেয়া কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর আগে একই নিষেধাজ্ঞা আরোপ করা হয় পবিত্র মক্কা, মদিনা, কাতিফ ও রিয়াদ শহরের জন্য।

এই নিষেধাজ্ঞার অধীনে রয়েছে বাস, ট্রেন, ট্যাক্সি সহ সব গণপরিবহন। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply