অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন স্টিভেন স্মিথ

|

অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার স্টিভেন স্মিথ। ২০১৮ সালে বল টেম্পারিং কান্ডে দুই বছরের জন্য অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ হন এই অস্ট্রেলিয়ান।

আজ রোববার এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। খেলার ওপর এক বছরের নিষেধাজ্ঞা থাকলেও অধিনায়কত্বে নিষেধাজ্ঞা ছিল দুই বছর। এর ফলে আবারও অধিনায়ক হিসেবে বিবেচনার পথ খুলে গেলো এই ব্যাটসম্যানের। যদিও তাকে এখানে পেছনে ফেলতে হবে টিম পেইন কিংবা অ্যারঞ্চ ফিনকে।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার শাস্তি হিসাবে অস্ট্রেলিয়ার নেতৃত্ব হারিয়েছিলেন ৩০ বছর বয়সী স্টিভ। এক বছর নির্বাসিত হয়েছিলেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে। সেই সময় ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে, দুই বছরের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারবেন না স্মিথ। আর ওয়ার্নার কোনো দিনই হতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply