সংসদ টেলিভিশনে শুরু বিকল্প পাঠদান কার্যক্রম

|

করোনা সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আজ থেকে শুরু হয়েছে টেলিভিশনে বিকল্প পাঠদান কার্যক্রম ‘আমার ঘরে আমার স্কুল’।

এই কার্যক্রমের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি। সকাল ৯টা ৫ মিনিটে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ষষ্ঠ শ্রেণির ইংরেজির পাঠদান দিয়ে শুরু হয় কার্যক্রম।

এর আওতায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক পাঠদান করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ভিত্তিক প্রকল্প ‘অ্যাকসেস টু ইনফরমেশন’- এটুআই এর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আপাতত ৫ দিনের ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।

প্রতিদিন প্রতিটি শ্রেণির দুটি করে ক্লাস ২০ মিনিট করে সম্প্রচার করা হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী ষষ্ঠ শ্রেণির ক্লাস ৯টা ৫ থেকে ৯টা ৪৫ পর্যন্ত, ৭ম শ্রেণি ৯টা ৫০ থেকে ১০টা ৩০ পর্যন্ত, ৮ম শ্রেণির ক্লাস ১০টা ৩৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত এবং ৯ম শ্রেণির ক্লাস ১১টা ২০ থেকে ১২টা পর্যন্ত চলবে। দুপুর দু’টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাসগুলো পুনঃপ্রচার করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply