৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিল না: প্রধানমন্ত্রী

|

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নয়, বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন করেছে এরশাদ ও খালেদা জিয়া। শনিবার রাতে, গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল বলেই আওয়ামী লীগ সরকার গঠন করেছে।

শতকরা ৪০ ভাগ ভোটের মাধ্যমেই সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ভোট ঠেকাতেই আগুন দিয়ে মানুষের পোড়ানোর মতো চক্রান্ত করেন খালেদা জিয়া।

শেখ হাসিনা বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তৎকালীন প্রেসিডেন্ট সায়েমকে অস্ত্রের মুখে অসুস্থ বানিয়ে নিজে প্রেসিডেন্ট হওয়ার ঘোষণা দেন। খালেদা জিয়ার আইনি নোটিশের জবাবে, দুর্নীতির তথ্য দেয়া সৌদি আরবকেও নোটিশ দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply