মেয়ে তাড়িয়ে দিয়েছে, ঠিকানা বৃদ্ধাশ্রম!

|

জীবনের শেষ বয়সে সন্তানের কাছে থাকবে মা-বাবা, এটাই স্বাভাবিক হওয়ার কথা। সন্তানেরও দায়িত্ব বৃদ্ধ মা-বাবা’র ভরণপোষণ করা। অথচ, এই তীব্র শীতেই কিনা অমানবিকভাবে মা-বাবাকে বাড়ি থেকে বের করে দিলো মেয়ে! কোথাও আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত শীতে কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছেন হত্ভাগ্য এই্ বুড়ো-বুড়ি। এমন ঘটনা ঘটেছে ভারতের হুগলি জেলায়।

জানা গেছে, এই বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্মেশ্বর। বৃদ্ধের নাম সূর্যকান্ত, বয়স ৯০, আর স্ত্রী কমলমার বয়স ৮০। থাকার কোনো জায়গা না থাকায় হুগলিতে আসেন তারা। কিছুদিন মন্দিরে কাজ করেন। থাকতেনও সেখানেই। পরে, কাজের চাপ নিতে না পেরে আশ্রয় নেন মেয়ের বাড়ি। কিন্তু কিছুদিন পর মেয়েও তাড়িয়ে দেন তাদের।

দু’দিন বাসস্ট্যান্ডেই কেটেছে তাদের। তীব্র শীতে তাদের অবর্ণনীয় কষ্ট দেখে স্থানীয় অটো চালক ও বাস কর্মীরা তাদের নিয়ে যান এলাকার এক বৃদ্ধাশ্রমে। কিন্তু পরিচয়পত্র না থাকায় সেখানেও ঠাঁই মেলেনি তাঁদের। আবার তারা ফিরে গেছেন হুগলির সেই বাসস্ট্যান্ডেই। অবশ্য, কয়েকদিন পরে পুলিশ এসে সরকারি বৃদ্ধ আশ্রমে নিয়ে যায় তাদের।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply