সান্তিয়াগো বার্নাব্যুকেও করোনার বিপক্ষে নামিয়েছে রিয়াল মাদ্রিদ

|

করোনাভাইরাস এর বিপক্ষে লড়াইয়ে অন্য সবার মতো মাঠে নেমেছে স্পেনের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ। কোভিট ১৯-এর বিপক্ষে লড়াইয়ে স্প্যানিশদের পাশে দাঁড়াতে বড় অংকের অর্থ সরকারি তহবিলে দান করেছে গ্যালাকটিকোরা। তথ্যটি নিশ্চিত করেছেন মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেলা দিয়াজ। অর্থের পরিমাণটা বড় বলা হলেও ঠিক পরিমাণটা কত তা জানায়নি ক্লাব কিংবা সরকারের কেউই।

করোনার ভয়াল থাবা না আসলে এই মুহূর্তে অন্তত সপ্তাহে দু’দিন ফুটবলে মুখরিত হয়ে থাকতো রিয়াল মাদ্রিদ মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। ৮১ হাজার ১৪৪ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে এখন শুনশান নীরবতা। অব্যবহৃত সান্তিয়াগো বার্নাব্যুকে এবার করোনার বিপক্ষে লড়াইয়ে নামিয়েছে রিয়াল। করোনার ভয়াল থাবায় ধুঁকতে থাকা স্প্যানিশদের চিকিৎসা সরঞ্জাম এর মূল হিসেবে ব্যবহৃত হবে এই স্টেডিয়াম নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

শুধু তাই নয় বিভিন্ন কৌশলে করোনার বিপক্ষে লড়াইয়ে আরো অর্থ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। ইতিমধ্যেই ঘরে বসেই ফুটবল মাচ খেলার পরিকল্পনা ঠিক করেছে রিয়াল। তবে সেটা বাস্তবে নয়। জনপ্রিয় গেম ফিফা এর লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ এর ফুটবলাররা। তবে নিজেদের মধ্যে নয় ম্যানচেস্টার সিটির ফুটবলারদের বিপক্ষে হবে লড়াই। বিশ্বের জনপ্রিয় দুই ক্লাবের ফুটবলারদের এই গেম থেকে অর্জিত অর্থ দেয়া হবে করোনা মোকাবেলায়। ক্লাব তো আছেই বসেনি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলাররা। তারাও ব্যক্তিগতভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় অর্থের জোগান দিচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply