চট্টগ্রামে করোনা পরীক্ষা শুরু

|

রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামেও শুরু হয়েছে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরীক্ষা। সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এমন তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে শনিবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এসময় ডা. সেব্রিনা বলেন, এখন পর্যন্ত আইইডিসিআরে এক হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৪২ জনের নমুনা পরীক্ষা হয়। এছাড়া চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেও (বিআইটিআইডি) পরীক্ষা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে পাঁচটি নমুনা পরীক্ষা হয়েছে। অর্থাৎ সেখানে সর্বমোট আটটি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার পর দেখা গেছে করোনায় নতুন করে কেউ শনাক্ত হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply