রাশিয়াকে ২ লাখ করোনা টেস্টিং কিট দিলো জ্যাক মা

|

রাশিয়াকে এবার করোনাভাইরাস শনাক্তে ২ লাখ টেস্টিং কিট দিলো, চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। বুধবার, মস্কোয় পাঠানো হয় এ সহযোগিতা।

আগামী দু’মাসের মধ্যে লাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবাসহ ২৪টি দেশে এই সহযোগিতা পাঠাতে চায় আলিবাবা। জ্যাক মাকে প্রকৃত বন্ধু আখ্যা দিয়েছে রাশিয়া। একইসাথে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মনে করেন- এমন সহায়তা পেলে আগামী ২-৩ মাসের মধ্যে মহামারিটি প্রতিহত করা সম্ভব। দেশটিতে এখন পর্যন্ত ৮৪০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। স্থগিত রয়েছে সব বিমান চলাচল; বন্ধ রাজধানী মস্কোসহ বেশিরভাগ এলাকার দোকানপাট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply