ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এই সংঘর্ষ হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ডোবার পানি সেচ দেয়াকে কেন্দ্র করে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মিজান মিয়া এবং একই এলাকার নূর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ব্যাপারে জেলা পুলিশে সরাইল সার্কেলে সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply