নাগরিকরা সচেতন না হলে এ যুদ্ধে জয়ী হওয়া কঠিন: স্বরাষ্ট্রমন্ত্রী

|

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। সকালে ধানমন্ডিতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে দুইটি এনজিওর সচেতনতা কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। সরকার নাগরিকদের প্রতি যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। আইনশৃঙ্খলাবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিতে তাদের প্রতি দেয়া নির্দেশনার বাস্তবায়ন করছে। নাগরিকরা সচেতন না হলে এ যুদ্ধে জয়ী হওয়া কঠিন বলেও উল্লেখ করেন মন্ত্রী। পরে, বেসরকারি সংস্থা দুটির পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় জীবানুমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply