জুতায় কতক্ষণ বেঁচে থাকতে পারে করোনাভাইরাস?

|

করোনা মোকাবেলায় বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ হাতের মাধ্যমেই নাকি এর প্রসার বেশি। তবে শুধু হাত নয় জুতাতেও নাকি করোনা পাঁচদিনের বেশি বেঁচে থাকতে পারে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বেশি জীবাণু থাকে জুতার তলায়। সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে বিভিন্ন ভাইরাস লাগতে পারে। করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে রাস্তায় পড়ে থাকা করোনাভাইরাসের জীবাণু পড়ে থাকলে তা জুতায় লেগে আপনার ঘরেও চলে আসতে পারে।

সেক্ষেত্রে বিশেষজ্ঞরা চামড়ার জুতার কথা বেশি উল্লেখ করেছেন। জুতা না ধুয়ে পরার কারণে এতে লেগে থাকা জীবাণু শরীরে লাগতে পারে। এদিকে জুতাই হতে পারে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার অন্যতম কারণ বলে দাবি অস্ট্রেলিয়ার এদকল গবেষকের। তারা জানালেন, জুতার তলায় করোনাভাইরাস পাঁচদিনের বেশি বেঁচে থাকতে পারে।

অনেক দেশেরই গবেষকরাই এই দাবি সমর্থন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের স্বাস্থ্য উপদেষ্টা ডা. ম্যারি ই স্কিমিডিট তাদের অন্যতম। বলাবাহুল্য, অস্ট্রেলীয় গবেষকদের এই দাবি তুচ্ছ করার মতও কিছু নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply