করোনার প্রভাবে স্পেনে স্বাস্থ্যখাতের দৈন্যদশা

|

করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায়, চিকিৎসা সরঞ্জামের সংকটে ধনী-দরিদ্র নির্বিশেষে সব দেশই। স্বাস্থ্যখাতের দৈন্যদশা স্পষ্ট হয়ে গেছে ইউরোপের দেশ স্পেনে। হাসপাতালগুলোতে ঠাঁই হচ্ছে না রোগীদের।

পরিসংখ্যান বলছে, স্পেনে আক্রান্তের তুলনায় মৃত্যু হার ৭ শতাংশের বেশি। যা বৈশ্বিক হারের দ্বিগুণ। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফেরার হারও অনেক কম।

চিকিৎসকদের অভিযোগ, করোনা মোকাবেলায় সরঞ্জামের সংকট প্রবল স্পেনে। পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিত করা গেলে হয়তো কমানো যেতো মৃত্যু।

স্পেনের চিকিৎসক লুইস ডায়াজ ইজকুয়ের্দো বলেন, স্পেন চিকিৎসা দেয়ার মতো কোনো সরঞ্জামই নেই এখানে। এমন সংকটসময় পরিস্থিতিতে আসলে কি কাজ করছে জরুরি কমিটি তা জানা নেই। মুখে বলা হচ্ছে ভাইরাস পরীক্ষায় ৩ লাখ কিট রয়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী চেয়ে পাওয়া যাচ্ছে না।

এদিকে, ভাইরাসের প্রকোপ থেকে ছিন্নমূল মানুষকে রক্ষায় বার্সেলোনায় আশ্রয়কেন্দ্র খুলেছে স্পেন সরকার। দেয়া হচ্ছে খাবারসহ প্রয়োজনীয় সহায়তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply