সারাদেশে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, বিভিন্ন স্থানে শাস্তি

|

সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর অবস্থানে আছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্দেশনা অমান্য করায় দেশের বিভিন্ন স্থানে স্থানীয়দের দেয়া হয়েছে লঘু শাস্তি।

মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় দিনাজপুর শহরে কয়েকজনকে পাকড়াও করে পুলিশ। অপ্রয়োজনের ঘোরাফেরার সময় শাস্তি দেয়া হয় একজনকে। লাঠিপেটার শিকার হন বেশ কজন। দিনমজুর আর ভবঘুরেসহ অনেকে পেটের দায়ে বাইরে বের হয়েছিলেন আজ। তাদেরকেও আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা বেশিরভাগ মানুষ।

সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা ও বিভাগীয় শহরে কাজ করছে সেনাবাহিনী। নির্দেশনা মেনে না চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় চট্টগ্রামে কয়েকজনকে শাস্তি দিয়েছেন ম্যাজিস্ট্রেট। প্রাথমিকভাবে জনসমাগম যেন না হয় সেদিকে নজর রাখছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। একই সাথে হোম কোয়ারেন্টাইনও পর্যালোচনা করছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply