করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো

|

করোনাভাইরাসে ইতালির সাথে স্পেনেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানি। ২৪ ঘণ্টায় শুধু এ দুই দেশেই মৃত্যু হয়েছে ১৩’শর বেশি মানুষের। সারা বিশ্বে এ সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার।

বুধবার একদিনে বিশ্বজুড়ে মারা গেছেন ২৩শ’ মানুষ। নতুন করে আক্রান্ত ৪৫ হাজারের বেশি। এ নিয়ে ১৯৮ দেশে মোট আক্রান্ত চার লাখ ৬৮ হাজার।

চীন, ইউরোপের পর মহামারির নতুন কেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে আক্রান্ত ১০ হাজারের বেশি মানুষ। প্রাণহানির সংখ্যা এক হাজারের কাছাকাছি। গেলো এক দিনে ফ্রান্সে ২৩০ এবং ইরানে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, করোনার অর্থনৈতিক প্রভাব কাটাতে এক দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply