গাজীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে হাটবাজার

|

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্র বাদে সাপ্তাহিক গবাদিপশুর হাট বন্ধ রাখার নির্দেশ থাকলেও নিয়মনীতি মানছে না ইজারাদার কর্তৃপক্ষ। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজার হরহামেশেই চলছে।

ঐতিহ্যবাহী মির্জাপুর বাজার প্রতি সপ্তাহে বুধবার একদিন হাট বসে। হাটের দিন বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষের সমাগম ঘটে এ বাজারে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে হাট বসিয়ে প্রতি দোকান থেকে খাজনা আদায় করে যাচ্ছে ইজারাদার কর্তৃপক্ষ।

এদিকে করোনাভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply