খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জিও সম্পন্ন; আনুষ্ঠানিকতা শেষে মুক্তি : স্বরাষ্ট্রমন্ত্রী

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জিও সম্পন্ন হয়ে গেছে; আইজি প্রিজনের আনুষ্ঠানিকতা শেষে যে কোন মুহুর্তে মুক্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খাঁন।

সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, খালেদা জিয়ার ভাই, বোন ও বোনের স্বামীর আবেদনে তাকে মুক্তি দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় সব কিছু উপেক্ষা করে তাকে মুক্তির নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। বলেন দুটো শর্তে খালেদা জিয়ার ছোট ভাইয়ের জিম্মায় তাকে মুক্তি দেয়া হচ্ছে। শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হচ্ছে তাই রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারবেন না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শর্ত ভঙ্গ হলে সাজা বাতিলের আদেশ বাতিল হবে বলেও জানান তিনি। এসময় করোনার সংক্রমন ঠেকাতে জনগণকে সরকারি সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply