যুক্তরাষ্ট্রে একদিনেই প্রাণহানি দেড় শতাধিক

|

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক। করোনায় জর্জরিত চীন, ইতালির, স্পেনের ভিড়ে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রও। একদিনের ব্যবধানে দেশটিতে প্রাণহানি ঘটেছে দেড় শতাধিক লোকের। আক্রান্তের সংখ্যা ১৩শ’রও বেশি। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের ৪৫৮ জন। সবমিলিয়ে সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ হাজার।

শুরুতে করোনাভাইরাসের হুমকি অনেকটা উড়িয়েই দিচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে গেলো মাস থেকেই সতর্ক হতে শুরু করে যুক্তরাষ্ট্র। সতর্কবার্তা, লকডাউন, জরুরি পদক্ষেপ গ্রহণের পরও এড়ানো যাচ্ছে না করোনার ভয়াবহ রূপ।

ভয়াবহ অবস্থা ইউরোপের দেশগুলোতেও। স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। এখন পর্যন্ত বিশ্বের ১৯২টি দেশে ছড়িয়েছে সংক্রমণ। সবমিলিয়ে প্রাণহানি ছাড়িয়েছে ১৫ হাজার। আক্রান্ত ৩ লাখ ৪০ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply