পাসপোর্টের বায়োমেট্রিক প্রক্রিয়া বন্ধ, সচল থাকবে রি-ইস্যু

|

করোনা সতর্কতায় পাসপোর্টের বায়োমেট্রিক প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাসপোর্ট অধিদপ্তর। তবে এসময় পাসপোর্ট রি-ইস্যু কার্যক্রম সচল থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ।

তিনি বলেন, বায়োমেট্রিকের জন্য আঙ্গুল বার বার ফিঙ্গারপ্রিন্ট রিডারে রাখতে হয়, আর সেখানে হ্যান্ড গ্লাভস দিতে তা করা সম্ভব নয়। তাই করোনা সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে বায়োমেট্রিক কার্যক্রম আবার চালু করা হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply