স্থগিত হতে যাচ্ছে টোকিও অলিম্পিক ২০২০

|

Pedestrians wearing face masks walk past a board showing the number of days to the Tokyo 2020 Olympic Games in Yokohama on March 16, 2020. - Doubts are growing in Japan about the Tokyo Olympics, with growing opposition to holding them as scheduled and some urging officials not to risk lives by pressing ahead during the coronavirus emergency. (Photo by Philip FONG / AFP)

অবশেষে টোকিও অলিম্পিক ২০২০ স্থগিত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সবকিছু চূড়ান্ত করতে চার সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে।

রোববার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়াবহ রুপ নেয়ায় গেমস স্থগিতে অনেকটা বাধ্য হচ্ছে আইওসি।

তবে অলিম্পিকের এই আসর বাতিলের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইওসি সভাপতি থমাস বাক। এরআগে গেমস বাতিলে বিভিন্ন দেশ, ফেডারেশন ও সংগঠন জোর দাবি তোলে। যার ফলশ্রুতিতে এমন সিদ্ধান্ত নেয় আইওসি।

আয়োজক দেশ জাপান, গ্লোবাল স্পোর্টস অফিসিয়াল, ব্রডকাস্টার ও স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে ঠিক করা হবে গেমসের নতুন সূচী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply