গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ মুলতবির নির্দেশ

|

জামিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া দেশের নিম্ন আদালতের বিচারিক কাজ মুলতবির জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসের কারণে ‘আদালত বন্ধ হবে কি-না’ বিষয়ক পরামর্শ দিতে, দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাসকামরায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এমন সংকটময় মুহূর্তে আদালত বন্ধের বিষয়ে প্রধান বিচারপতি নির্দেশনা দেন। উল্লেখ্য, আদালতগুলোতে ব্যাপক লোকসমাগম ঘটে। ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও বেশি। করোনাঝুঁকি এড়াতে সর্বোচ্চ আদালত থেকে এ সিদ্ধান্ত এলো।

এদিকে আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় করোনাভাইরাস প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply