সাদুল্লাপুর লকডাউন নিয়ে ভুল-বোঝাবুঝি; ইউএনও’র চিঠির বিরুদ্ধে ব্যবস্থা নিবেন ডিসি

|

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া দুই আমেরিকা প্রবাসী করোনাভাইরাস পজিটিভ সনাক্তের ঘটনায় সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার বিষয়টি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন।

তিনি জানান, দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত নয়। দুই প্রবাসী করোনা আক্রান্ত প্রচারে বিব্রত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে লকডাউন নিয়ে করোনা প্রতিরোধ কমিটি এবং ইউএনও’র সাক্ষরিত যে চিঠি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলা প্রশাসক।

রোববার রাতে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক আবদুল মতিন। জেলা প্রশাসক আরও বলেন, সবকিছুই স্বাভাবিক আছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কেউ সনাক্ত হয়নি সাদুল্লাপুরে। বিয়ে বাড়িতে আসা দুই প্রবাসী অসুস্থ বোধ করায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে একই সঙ্গে হবিল্লাপুরের আত্মীয়ের বাড়ির সদস্যদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ওই দুই প্রবাসী আমেরিকা থেকে ফেরায় তাদের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকলে সেখানেই এ সম্পর্কে তথ্য থাকার কথা বলেও উল্লেখ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply