যৌন হয়রানির অভিযোগে কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বহিষ্কার

|

ময়মনসিংহ ব্যুরো:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষার্থীকে আজীবন এবং তিন শিক্ষার্থীকে ছয় মাস বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজীবন বহিষ্কৃত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী নাছির উদ্দিন। ছয় মাসের জন্য বহিষ্কৃতরা হলো ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোবাশ্বের হোসেন ও শামীম রেজা এবং কৃষি অনুষদের শিক্ষার্থী সাফায়েতুল ইসলাম তন্ময়।

বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেনকে সভাপতি এবং সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলামকে সদস্যসচিব করে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, চলতি বছরের ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করে ওই চার শিক্ষার্থী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply