বরিশাল কোচিং করানোর অপরাধে শিক্ষককে কারাদণ্ড

|

বরিশাল ব্যুরো

বরিশালে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। এছাড়া মাস্কের দাম বেশি রাখায় এক ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। নির্দেশনা অমান্য করে কোচিং করানো হচ্ছে, এমন খবরের ভিত্তিতে নগরীর স্বরোড টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালানো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মোবাইলে ধারনকৃত ভিডিওতে কোচিং করানোর প্রমাণ মেলে। এই অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বেপারীকে ৩ দিনের কারাদণ্ড দেয় মোবাইল কোর্ট।

এছাড়া মাস্কের দাম বেশি রাখায় নগরীর দক্ষিণ সদর রোডে ‘রাজিয়া মেডিকেল হল’ নামে একটি ফার্মেসীতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply