খাগড়াছড়িতে বেশি দামে চাল বিক্রি করায় জরিমানা

|

খাগড়াছড়িতে করোনা পরিস্থিতিকে পুঁজি করে চালের দাম বৃদ্ধি ও মজুদ করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার এ অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের বাজারের বেশ কয়েকটি চাল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকাসহ উচ্চমূল্য রাখার দায়ে ৫টি দোকানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে সতর্ক করে দিয়ে পরবর্তীতে ব্যবসায়ী প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হবে হুঁশিয়ারি করা হয়।

এ নিয়ে খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলায় তিনদিনে অবৈধ ভাবে চাল মজুদ করার অপরাধে ১২ টি ব্যবাসায়ী প্রতিষ্ঠানকে প্রায় ১ লক্ষ টাকার মত অর্থদণ্ড ও ৪ টি গুদাম সিলগালা করা হয়েছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার জানান, যতদিন পরিস্থিতির উত্তরণ ততদিন পর্যন্ত ভোক্তা অধিকার আইনে এ অভিযান পরিচালনা করা হবে। যাতে করে অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকাতে না পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply